সকলকে নমস্কার আমার গোঁবরডাঙ্গা টিমের পক্ষ থেকে। My Gobardanga আমাদের এই ব্লগটি বানানোর উদ্দেশ্য হল যাতে এই ব্লগ এর মাধ্যমে আমরা আপনাদের কাছে আমাদের প্রানের শহর গোঁবরডাঙার সমস্ত ধরনের গুরুত্তপুণ্য খবর অথবা গোঁবরডাঙ্গার ঐতিহাসিক স্তান থেকে শুরু করে সমস্ত ধরনের ছোট-বড় খবর ইন্টারনেট এর মাধ্যমে আপনাদের কাছে ডিজিটালি ভাবে আপনাদের কাছে পৌছাতে পারি।
তবে এটা মনে রাখবেন আমরা কোনরকম পলিটিকস গত কোন বিতর্কের কথা নয়, যেটা যখনকার খবর, যেটা বাস্তব সত্য খবর যেটা জানা আপনার অতি প্রয়োজন গোঁবারডাঙ্গাবাসী হিসেবে অথবা অন্য যেকোনো প্রান্তের মানুষ হিসেবে সেরকম খবরই আমরা এই ব্লগে লিখে থাকি।
আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আমরা অনেক আশা রেখে এই ব্লগ শুরু করেছি শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে। অবশই আমাদের এই প্রয়াস এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমাদের পাশে থাকবেন। খবর নিজে পড়বেন ও অন্যকে পড়তে সাহায্য করবেন। আমাদের একটাই উদ্দেশ্য যাতে ভবিষ্যতে একদিন গোঁবরডাঙ্গা এক শেষ্ঠ থেকে শেষ্ঠতর ঐতিহাসিক শিক্ষামুলক জায়গা হিসেবে খাতি পায়।
কোন মন্তব্য নেই