নিজ স্ব সংবাদাতাঃ করোনা আবহে এবছরও সবকিছু পিছু ফেলে অনুষ্ঠিত হল ঐতিহ্যশালি গোঁবরডাঙ্গা উৎসব ২০২১। যেটি গত ২৩ জানুয়ারী প্রতিবারের ন্যায় এবা...
নিজস্ব সংবাদাতাঃ করোনা আবহে এবছরও সবকিছু পিছু ফেলে অনুষ্ঠিত হল ঐতিহ্যশালি গোঁবরডাঙ্গা উৎসব ২০২১। যেটি গত ২৩ জানুয়ারী প্রতিবারের ন্যায় এবারও এই দিনই নেতাজি সুভাস চন্দ্র বোষ এঁর ১২৫ তম জন্ম তিথি উৎজাপনের মধ্যে দিয়ে শুরু হল ২০২১ এঁর গোঁবারডাঙ্গা উৎসব এঁর মুল অনুষ্ঠান।
তবে প্রতিবারের মতো এবছর অনুষ্ঠান ছিল সম্পূর্ণ ভিন্ন। শুধুমাত্র গোঁবারডাঙ্গার সংস্কৃতি ও গোঁবরডাঙ্গাবাসীর দিকে তাকিয়ে কোন বছর এই গোঁবরডাঙ্গা উৎসব বাদ দেওয়া হয় না আর ঠিক তাই এবছরও এঁর কোন বাতিক্রম হয়নি। আমরা সকলে জানি গোঁবরডাঙ্গা উৎসব মানে দূর প্রান্ত থেকে আগত মানুষের সমাগম, গোঁবারডাঙ্গা উৎসব মানে নতুন সংস্কৃতি নতুন করে জাগিয়ে তোলা, গোঁবারডাঙ্গার বুকে দাড়িয়ে কয়েকশো মানুষের সাথে কয়েকশো মানুষের মিলন সাথে গোটা উৎসব টাকে পুরো মাতিয়ে তোলা। এক অন্যরকম পরিবেশ তা হয়ত ব্যাখ্যা করা সঠিক ভাবে যাবে না।
তবে এই গোঁবরডাঙ্গা উৎসবের এক নাম মানুষের মনে সারা জীবন গেথে থাকবে এটা আমরা সকলে জানি। এবছর ২৩ শে জানুয়ারী সকাল থেকে মাইক এ প্রচার থেকে শুরু হয়েছিলো ঐতিহ্যশালি গোঁবরডাঙ্গা উৎসব। প্রতিবার গোঁবরডাঙ্গার প্রতিটা স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে নাট্যাশালা থেকে শুরু করে সমস্ত গ্রুপ সমস্ত ধরনের আলাদা আলাদা রালি বের করা হয় যেটি গোঁবরডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে গোঁবরডাঙ্গা কালীবাড়ি পর্যন্ত সকলে লাইন বাই লাইন পদযাত্রা করে থাকে। সেই দৃশ্য এক অভুতপূর্ণ হয়ে থাকে।
যেহুতু এবার সময়টা এরকম নয় এই করোনা আবহে, এইবার সকাল ৯ টায় গোঁবারডাঙ্গা পিকলা মোর (গোঁবরডাঙ্গা চারুলতা দোকানের পাশে) এক অনিদিস্ট মঞ্ছে কিছু বক্তিত্ত রাখার পর, ৯.৩০ থেকে ১০.০০ টার মধ্যে কয়েকটি নিদিষ্ট স্কুল এর শিক্ষক, শিক্ষক কর্মীদের সাথে কিছু সাধারন মানুষের দল ও তার সাথে গোঁবরডাঙ্গার পোঁরসভার মাননীয় শ্রী চেয়ারম্যান সুভাস দত্ত, শ্রী শঙ্কর দত্ত ও কয়েকজন পূরমণ্ডলী, কিছু গুনোবাক্তিত্ত বাক্তিবর্গ সেই অনিদিস্ট মঞ্ছ থেকে পদযাত্রা শুরু করেন এবং এটি গিয়ে শেষ হয় গোঁবরডাঙ্গা কালীবাড়ি শ্রী নেতাজি মূর্তি অব্ধি। তারপর ২৩ জানুয়ারী নেতাজি সুভাস চন্দ্র বোষ এঁর ১২৫ তম জন্ম তিথি উৎজাপনের মধ্যে দিয়ে তাকে সম্বোধন জানিয়ে প্রথম পর্বের গোঁবরডাঙ্গা উৎসব সংক্ষিপ্ত ভাবে সমাপ্তি হয়।
এই পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সেদিন ২৩ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিতো হয়ে থাকে। এই ভাবেই ঐতিহ্যশালি ২০২১ এর গোবরডাঙ্গা উৎসব সমাপ্তি হয়ে থাকে।
কোন মন্তব্য নেই