নিজস্ব সংবাদঃ গোঁবরডাঙ্গা নব রুপে হাসপাতাল - ২২ জানুয়ারী ২০২১ তারিখ বহুদিনের স্বপ্ন গোঁবরডাঙ্গা ও তার এলাকা সংলগ্ন বাসীর এই গোঁবরডাঙ্গা হা...
নিজস্ব সংবাদঃ গোঁবরডাঙ্গা নব রুপে হাসপাতাল - ২২ জানুয়ারী ২০২১ তারিখ
বহুদিনের স্বপ্ন গোঁবরডাঙ্গা ও তার এলাকা সংলগ্ন বাসীর এই গোঁবরডাঙ্গা হাসপাতাল। অনেক লরাই, সংলাম, মান অভিমানের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ ২২ জানুয়ারী শুভ সূচনা হল উত্তর ২৪ পরগনার গোঁবরডাঙ্গা হাসপাতাল।
প্রায় ৬ থেকে ৭ বছর পর পুরনো আমেজ কেটে পুরো নব রুপে উদ্বোধন হল আজ। মুলত কোভিড হাসপাতাল অর্থাৎ করোনা চিকিৎসার জন্য চালু হল এই হাসপাতাল।
অনেক ঐতিহাসিক রহসের এই স্থান উত্তর ২৪ পরগানার এই গোঁবরডাঙ্গা। পুরনো অনেক স্মৃতি জরিয়ে এই শহরে। ২০০১ সালে দায়িত্ব নিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ এই হাসপাতাল এর। তারপর থেকে যেকোনো এমারজেন্সি অথবা শারীরিক সমস্যায় ছুটে যেতেন গোঁবরডাঙ্গা বাসীরা। কিছু বছর ঠিকঠাক চলার পর হঠাৎ ২০১৪ সালে জেলা পরিসদের তরফ থেকে নোঠিস এলে বন্ধ করে দিতে হয় এই স্থানীও হাসপাতালটিকে। এরপর থেকে খুবই কষ্টের মধ্যে দিয়ে চলেছে গোঁবরডাঙ্গা বাসীর দিন। এই হাসপাতাল টি থাকলে হয়ত অনেক মানুষের প্রান বাঁচানো যেত।
এরপর থেকে অনেক কিছুর মুখোমুখি হতে হয় এলাকা বাসিদের। সাধারন মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকলের আপ্রান চেষ্টায় ও সাথে একান্ত রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশেষ সহযোগিতায় অবশেষে চালু হল এই গোবরডাঙ্গা হাসপাতাল। এতকাল চোখবুজে থাকা গোবরডাঙ্গা বাসির এক প্রানের সঞ্চার পেল আজ থেকে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর যে, এই গোঁবারডাঙ্গা হাসপাতালে করোনার চিকিৎসার পাশাপাশি থাকছে আউটডোর পরিষেবাও। এর জন্য ৫ জন চিকিৎসক, ৭ জন জন নার্স সহ ২৪ জন গ্রুপ ডি কর্মীকেও নিযুক্ত করা হয়েছে।
গোবরডাঙাবাসীর প্রানের এই হাসপাতাল নিয়ে পুর প্রসাশক শ্রী সুভাষ দত্ত বলেন যে,
হাসপাতালের দাবিতে সাধারণ মানুষ আন্দোলন করেছিলেন। আমিও তাতে শামিল হয়েছিলাম। এই হাসপাতালটিকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
গোবরডাঙা হাসপাতালের ইনচার্জ নীলাঞ্জনা বিশ্বাস কর্মকার বলছেন,
প্রাথমিক ভাবে করোনা হাসপাতাল হিসেবে চালু হচ্ছে। মানুষকে পরিষেবা দিতে আমরা সাধ্যমতো চেষ্টা করব। স্বাস্থ্য দফতর হাসপাতালটির দায়িত্ব নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা চাইছেন আগামী দিনে, স্টেট জেনারেল হাসপাতাল হয়ে উঠুক এই গোঁবারডাঙ্গা হাসপাতাল।
কোন মন্তব্য নেই