Page Nav

HIDE

Grid

GRID_STYLE

দীর্ঘ প্রতীক্ষার পর শুভ সূচনা হল গোবরডাঙ্গা হাসপাতাল

নিজস্ব সংবাদঃ গোঁবরডাঙ্গা নব রুপে হাসপাতাল - ২২ জানুয়ারী ২০২১ তারিখ বহুদিনের স্বপ্ন গোঁবরডাঙ্গা ও তার এলাকা সংলগ্ন বাসীর এই গোঁবরডাঙ্গা হা...

দীর্ঘ প্রতীক্ষার পর শুভ সূচনা হল গোবরডাঙ্গা হাসপাতাল

নিজস্ব সংবাদঃ গোঁবরডাঙ্গা নব রুপে হাসপাতাল - ২২ জানুয়ারী ২০২১ তারিখ

দীর্ঘ প্রতীক্ষার পর শুভ সূচনা হল গোবরডাঙ্গা হাসপাতাল











বহুদিনের স্বপ্ন গোঁবরডাঙ্গা ও তার এলাকা সংলগ্ন বাসীর এই গোঁবরডাঙ্গা হাসপাতাল। অনেক লরাই, সংলাম, মান অভিমানের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ ২২ জানুয়ারী শুভ সূচনা হল উত্তর ২৪ পরগনার গোঁবরডাঙ্গা হাসপাতাল। 

প্রায় ৬ থেকে ৭ বছর পর পুনো আমেজ কেটে পুরো নব রুপে উদ্বোধন হল আজ। মুলত কোভিড হাসপাতাল অর্থাৎ করোনা চিকিৎসার জন্য চালু হল এই হাসপাতাল। 

অনেক ঐতিহাসিক রহসের এই স্থান উত্তর ২৪ পরগানার এই গোঁবরডাঙ্গা। পুরনো অনেক স্মৃতি জরিয়ে এই শহরে। ২০০১ সালে দায়িত্ব নিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ এই হাসপাতাল এর। তারপর থেকে যেকোনো এমারজেন্সি অথবা শারীরিক সমস্যায় ছুটে যেতেন গোঁবরডাঙ্গা বাসীরা। কিছু বছর ঠিকঠাক চলার পর হঠাৎ ২০১৪ সালে জেলা পরিসদের তরফ থেকে নোঠিস এলে বন্ধ করে দিতে হয় এই স্থানীও হাসপাতালটিকে। এরপর থেকে খুবই কষ্টের মধ্যে দিয়ে চলেছে গোঁবরডাঙ্গা বাসীর দিন। এই হাসপাতাল টি থাকলে হয়ত অনেক মানুষের প্রান বাঁচানো যেত। 

এরপর থেকে অনেক কিছুর মুখোমুখি হতে হয় এলাকা বাসিদের। সাধারন মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকলের আপ্রান চেষ্টায় ও সাথে একান্ত রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশেষ সহযোগিতায় অবশেষে চালু হল এই গোবরডাঙ্গা হাসপাতাল। এতকাল চোখবুজে থাকা গোবরডাঙ্গা বাসির এক প্রানের সঞ্চার পেল আজ থেকে। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর যে, এই গোঁবারডাঙ্গা হাসপাতালে করোনার চিকিৎসার পাশাপাশি থাকছে আউটডোর পরিষেবাও। এর জন্য ৫ জন চিকিৎসক, ৭ জন জন নার্স সহ ২৪ জন গ্রুপ ডি কর্মীকেও নিযুক্ত করা হয়েছে।


এছাড়া করোনার চিকিৎসার জন্য থাকছে ২০টি শয্যা। বিগত কয়েক বছর অব্যবহারের কারণে মরজে পরা হাসপাতালের পরিকাঠামো  ছিল একেবারে শূন্য। প্রায় ৩ থেকে ৪ মাস ধরে পরিকাঠামো সংস্কারের পর এখন যেরকম চকচকে লাগছে বাইরে তেমনই হাসপাতাল এর ভিতরেও এক যেন নতুন প্রানের সঞ্চার হয়েছে।


আজ ২২ এ জানুয়ারী বিকেল ৪ ঘটিকার থেকে জাগজমগ শুরু হয়েগেছিল। একেবারে মানুষের ভীর দেখে মনে হচ্ছিল গোঁবরডাঙ্গা বাসীর আশায় একেবারে বুক বেঁধেছে। এই শুভ অনুসঠানে উপস্তিত  ছিলেন মাননীয় শ্রী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এবং শ্রী ব্রাত বসু মহাশয় এছাড়া উপস্তিত ছিলেন গোঁবরডাঙ্গা পোঁর পিতা শ্রী সুভাস দত্ত মহাশয় প্রমুখ বাক্তি বর্গ। 

গোবরডাঙাবাসীর প্রানের এই হাসপাতাল নিয়ে পুর প্রসাশক শ্রী সুভাষ দত্ত বলেন যে, 

হাসপাতালের দাবিতে সাধারণ মানুষ আন্দোলন করেছিলেন। আমিও তাতে শামিল হয়েছিলাম। এই হাসপাতালটিকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।

গোবরডাঙা হাসপাতালের ইনচার্জ নীলাঞ্জনা বিশ্বাস কর্মকার বলছেন, 

প্রাথমিক ভাবে করোনা হাসপাতাল হিসেবে চালু হচ্ছে। মানুষকে পরিষেবা দিতে আমরা সাধ্যমতো চেষ্টা করব। স্বাস্থ্য দফতর হাসপাতালটির দায়িত্ব নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা চাইছেন আগামী দিনে, স্টেট জেনারেল হাসপাতাল হয়ে উঠুক এই গোঁবারডাঙ্গা হাসপাতাল।

এই আর্টিকেল টি সম্পূর্ণ ক্রেডিট Team My Gobardanga. আপনার যদি এই খবরটি পরে ভাল লাগে তাহলে অবশই এটাকে এখুনি শেয়ার করে আমাদের এই উদ্যোগ কে আরও এগিয়ে নিয়ে চলুন। আপনার প্রানের ঐতিহাসিক শহরের খবর রাখতে অবশই আমাদের সাথে থাকুন। তাছারা আপনার কাছে যদি কোন গোঁবরডাঙ্গার কোন খবর থাকে তাহলে সেটি আমাদের জানাতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।

কোন মন্তব্য নেই